পুরস্কারের বন্যায় ভাসছেন পাকিস্তানি ক্রিকেটাররা || blogkori

June 21, 2017

পুরস্কারের বন্যায় ভাসছেন পাকিস্তানি ক্রিকেটাররা

২১ জুন ২০১৭, ১৬:০১




চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। তাই পুরো পাকিস্তানে এখন যেন উৎসবের আমেজ। আর ক্রিকেটাররা তাদের কাছে এখন যেন নায়কের মতো। দারুণ সাফল্য এনে দেওয়া ক্রিকেটারদের এক কোটি রুপি করে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুধু তাই নয়, এর বাইরে আরো অনেক পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। আইসিসি থেকে পাওয়া অর্থ এবং দেশটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছেন তাঁরা। তাই একরকম পুরস্কারের বন্যায় ভাসছেন তাঁরা।
সরকারের বরাত দিয়ে দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজ জানিয়েছেন, চ্যাম্পিয়ন ট্রফি জয়ী প্রত্যেক ক্রিকেটারকে এক কোটি রুপি করে পুরস্কার দেবে সরকার।
চ্যাম্পিয়নস ট্রফি জিতে শর্তানুযায়ী পুরো পাকিস্তান দল দুই কোটি ৯০ লাখ রুপি পাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড থেকে। সেই সঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে বাড়তি ১০ লাখ রুপি করে দেওয়া হবে। শিরোপা জেতার সুবাদে আইসিসি থেকে পুরো দল পাচ্ছে ২০ কোটি রুপি। এ ছাড়া দেশটির এক ব্যবসায়ী প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ রুপি ও একটি করে প্লট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সদ্যসমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। পাকিস্তানের করা ৩৩৮ রানের জবাবে ভারতের ইনিংস থেমে যায় মাত্র ১৫৮ রানে।
Powered by Blogger.