মিমের ‘ছন্দে জাগে প্রাণ’

June 20, 2017

মিমের ‘ছন্দে জাগে প্রাণ’

জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম আসছে ঈদ উপলক্ষে নাচের একটি অনুষ্ঠান করেছেন। ‘ছন্দে জাগে প্রাণ’ নামে অনুষ্ঠানটিতে নৃত্যাঞ্চল দলের সঙ্গে নাচ করতে দেখা যাবে তাঁকে। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোনায়েত বিন জিয়া। অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে।
Powered by Blogger.