কার্ডিফ এ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড| blogkori

June 09, 2017

                                         আরেকটি কার্ডিফ মহাকাব্য




এক যুগ আগে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে সর্বজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো বাংলাদেশ । আজ সেই কার্ডিফেই সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরিতে আরেকটি মহাকাব্য লিখেছে টাইগার বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এর ফলে সেমিফাইনালে যাওয়ার আশা বাচিয়ে রাখলো মাশরাফি বাহিনী।

সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ এক জুটিতে কার্ডিফে রচিত হয়েছে এই বিজয়গাথা। দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের সেঞ্চুরি আর দুজনের ২২৪ রানের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডকে পরাস্ত করেছে বাংলাদেশ।
ব্যক্তিগত ৯৯ রানের সময় অ্যাডাম মিলনেকে দারুণ এক ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন পুরো ইনিংস জুড়ে বাহারি সব শটের পসরা সাজানো সাকিব। শট পিচ বলটি ফাইন লেগের ওপর দিয়ে উড়ে গিয়ে আছড়ে পড়েছে কার্ডিফের গ্যালারিতে। ১১১ বলে তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন।দারুণ এই ইনিংসে ছিলো ১১টি চার ও একটি ছক্কার মার। পরের ওভারে(৪৭তম) ট্রেন্ড বোল্ডকে পরপর দুটি বাউন্ডারি মেরে  রান বলে সমীকরণটাকে একেবারে হাতের নাগালে নিয়ে এসেছেন। সেই ওভারে তৃতীয় বলে  ব্যক্তিগত ১১৪ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তবে ততক্ষণে ম্যাচ বাংলাদেশের পকেটে!
আর বোল্টের সেই ওভারের শেষ বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে মাহমুদু্ল্লাহ। ১০৭ বলে অপরাজিত ১০২ রান করে তিনি মাঠ ছেড়েছেন জয় নিয়ে। তার ইনিংসে ছিলো ২ ছ্ক্কা ও ৮ চার।

এর আগে নিউজিল্যান্ডে করা ২৬৪ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় ৩৩ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়েছে মাশরাফি বাহিনী। এরপর দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব ও মাহমুদুল্লাহ বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের টপ অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছেন কিউই পেসার টিম সউদি। প্রথম স্পেলে ৩ উইকেট নিয়েছেন তিনি।
ইনিংসের দ্বিতীয় বলেই শূণ্য রানে তামিম ইকবালের বিদায়ের পর তৃতীয় ওভারে দলীয় ১০ রানে বিদায় নেন সাব্বির রহমান(৮)। আরেক ওপেনার সৌম্য সরকার(৩) বিদায় নেন এক ওভার পারেই, দলীয় রান তখন ১২। তিনজনই টিম সউদির শিকার। দলীয় ৩৩ রানে মুশফিককে(১৪) বোল্ড করেন অ্যাডাম মিলনে।
 এর আগে টস জিতে ব্যাট করে মিডল অর্ডারের দৃঢ়তায় বড় স্কোরের শঙ্কা জাগালেও স্পিনার মোসাদ্দেক হোসেনের ৩ ওভারের এক ম্যাজিক স্পেলে ২৬৫ রানে থামে কিউরা। মোসাদ্দেক স্লগ ওভারে বল হাতে নিয়ে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেটে নিয়েছেন।



নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৬৫/৮ (গাপটিল ৩৩, রনকি ১৬, উইলিয়ামসন ৫৭, টেলর ৬৩, ব্রুম ৩৬, নিশাম ২৩, অ্যান্ডারসন ০, স্যান্টনার, মিলনে ৭, সাউদি; মাশরাফি ০/৪৫, মোস্তাফিজ ১/৫২, তাসকিন ২/৪৩, রুবেল ১/৬০, সাকিব ০/৫২, মোসাদ্দেক ৩/১৩)

বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২৬৮/৫ (তামিম ০, সৌম্য ৩, সাব্বির ৮, মুশফিক ১৪, সাকিব ১১৪, মাহমুদউল্লাহ ১০২*, মোসাদ্দেক ৭*; সাউদি ৩/৪৫, বোল্ট ১/৪৮, মিলনে ১/৫৮, নিশাম ০/৩০, স্যান্টনার ০/৪৭, অ্যান্ডারসন ০/১৯, উইলিয়ামসন ০/১৯)।


ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।



ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।
Powered by Blogger.