সাকিব-রিয়াদ জুটিতে ম্যাচে ফিরছে বাংলাদেশ| blogkori

June 09, 2017

সাকিব-রিয়াদ জুটিতে ম্যাচে ফিরছে বাংলাদেশ|



কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে প্রাথমিক বিপর্যয় সামলে উঠতে শুরু করেছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে ইতিমধ্যেই একশো রান পার করেছে বাংলাদেশ। এই জুটির সংগ্রহ ৮৭ রান। সাকিব আল হাসান ৪৭ ও মাহমুদুল্লাহ ৪২ রানে ব্যাট করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের রান ২৭ ওভারে ১২০। জয়ের জন্য দরকরা আরো ১৪৬ রান।

নিউজিল্যান্ডে করা ২৬৪ রান তাড়ার করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় ৩৩ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়েছে মাশরাফি বাহিনী। এরপর দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব ও মাহমুদুল্লাহ বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের টপ অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছেন কিউই পেসার টিম সউদি। প্রথম স্পেলে ৩ উইকেট নিয়েছেন তিনি।
ইনিংসের দ্বিতীয় বলেই শূণ্য রানে তামিম ইকবালের বিদায়ের পর তৃতীয় ওভারে দলীয় ১০ রানে বিদায় নেন সাব্বির রহমান(৮)। আরেক ওপেনার সৌম্য সরকার(৩) বিদায় নেন এক ওভার পারেই, দলীয় রান তখন ১২। তিনজনই টিম সৌদির শিকার। দলীয় ৩৩ রানে মুশফিককে(১৪) বোল্ড করেন অ্যাডাম মিলনে।

www.blogkori.tk
Powered by Blogger.